ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হরতাল-অবরোধ কর্মসূচিতে সিলেট বিএনপিতে সরব তামিম ইয়াহয়া

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৬, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: সারাদেশে বিএনপির ডাকা হরতাল-অবরোধে রাজপথে নেতাকর্মীদের তৎপরতা দেখা গেলেও এর ব্যতিক্রম রয়েছে সিলেটে। যা নিয়ে রীতিমত সংবাদ প্রকাশ করছে জাতীয় ও স্থানীয় গণমাধ্যম।

কিন্তু ২৯ অক্টোবরের হরতাল থেকে এখনও পর্যন্ত মাঠে রয়েছেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া।

 

 

হরতালের প্রথম প্রহরে মাঠে থেকে পিকেটিং ও ছাত্রলীগ কর্মীদের হাতে গুরুতর আহত ও পুলিশের মামলায় মূল আসামি হয়ে আলোচনায় চলে আসেন এই নেতা। এরপর জরুরি চিকিৎসা নিয়ে সকল কর্মসূচিতেই সরব রয়েছেন তিনি।
জানা যায়, গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এরই অংশ হিসেবে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) এলাকার রাজপথে অবস্থান নিয়ে পিকেটিংয়ে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আগের রাতে নিজ ফেসবুকে স্ট্যাস দেন তামিম ইয়াহয়া। ভোর ৬টায় গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় তাঁর নেতৃত্বে পিকেটিং শুরু হলে বাধা প্রদান করে অস্ত্রধারী স্থানীয় ছাত্রলীগ। এসময় ছাত্রলীগ কর্মীদের দায়ের কোপে গুরুতর আহত হন তামিম ইয়াহয়া ও যুবদল নেতা আব্দুস শহিদ। পরে আব্দুস শহিদকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় তাঁকে প্রধান আসামি করে মামলা দায়ের করে পুলিশ। মামলায় এজাহার নামীয় ৬ জন ও অজ্ঞাতনামাসহ মোট ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে প্রত্যেকের একদিন করে রিমান্ড নিয়েছে পুলিশ। মামলার আসামি হওয়াতে অনেকটা গা ঢাকা দিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। যেখানে উপস্থিত হতে পারছেন না সেখানে তাঁর পরোক্ষ মদদ রয়েছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

ওই সূত্র জানায়, গত ১২ নভেম্বরও বিএনপির দেশব্যাপী অবরোধ কর্মসূচিতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজারে পিকেটিং করে জেলা যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা সড়কে মধ্যখানে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের একাধিক খণ্ডিত টুকরো ফেলে সড়ক অবরোধ করে রাখেন। সেই সাথে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। পরে পুলিশের তোপের মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এই পিকেটিংয়েও পরোক্ষভাবে নেতৃত্ব দেন তামিম ইয়াহয়া।

এভাবে বিএনপির প্রত্যেকটি হরতাল-অবরোধ কর্মসূচিতে সিলেট-৬ এলাকা ছাড়াও সিলেট মহানগরের বিভিন্ন পিকেটিংয়ে রয়েছে তার পরোক্ষ মদদ।

এদিকে গত ২২ নভেম্বর নগরের বিভিন্ন স্থানে ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনের কর্মসূচিতে স্বশরীরে অংশ নেন তামিম ইয়াহয়া। এসময় পুলিশের সাথে বাকবিতণ্ডা ও রক্ত চক্ষু উপেক্ষা করে অবরোধ কর্মসূচি পালন করেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

৪৬৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।