ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হরিপুরের সেই ‘বু ঙ্গা র বাজার’ উচ্ছেদ করেছে যৌথ বাহিনী

rising sylhet
rising sylhet
মার্চ ৩০, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর উপজেলার হরিপুরের  এই বাজার ‘বুঙ্গার বাজার’ হিসেবে খ্যাত। মুলত সিলেটের সকল সীমান্ত এলাকার চোরাচালান হরিপুরকেন্দ্রিক নিয়ন্ত্রিত। নানা সময়ে আইনশৃঙ্খলা বাহিনী চোরাকারবারিদের পাকড়াও করতে গেলে পাল্টা হামলার শিকার হতে হয়েছে। পুলিশ, বিজিবি চোরাচালান বন্ধের অভিযানে সফল না হওয়ায় সেনাবাহিনী অভিযানে নামে। তবে সেনাসদস্যদের সঙ্গেও ঘটে অপ্রতিকর ঘটনা। কিন্তু অবশেষে হরিপুরের সেই ‘বুঙ্গার বাজার’ উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।

জৈন্তাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে উঠা মহিষের হাঁট উচ্ছেদে যায় যৌথ বাহিনী। অভিযান চলাকালে হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে উঠা মহিষের বাজারের শেডঘর ও পাকা একটি ভবন দুইটি ভেকু মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।

অবৈধভাবে বসানো পশুর হাঁট গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গড়ে উঠা এই বাজারে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু এই হাঁটে তুলা হতো। গত ২৬ মার্চ রাতে সেনাবাহিনীর টহলটিম অভিযান চালিয়ে ভারতীয় মহিষ জব্দ করে ফিরে যাওয়ার সময় চোরাকারবারিদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থানে যায় প্রশাসন।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‍্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।