হলিউড অভিনেত্রী মার্গো রবি প্রথমবারের মতো মা হলেন। স্বামী টম একারলির ঔরসে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হওয়ার পর গেল জুলাই মাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় ৩৪ বছর বয়সী মার্গোকে। স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
তবে কবে মা হয়েছেন এই অভিনেত্রী সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
জানা যায়, বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।
মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২৩ সালের আলোচিত সিনেমা ‘বার্বি’তে। এ ছাড়া তার প্রযোজিত ‘সল্টবার্ন’ মুক্তি পেয়েছে। মার্গো অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।
২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী। এর আগে ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা। মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। এরপর তাদের প্রেমের শুরু।