ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘হাউজফুল ৫’-এর মোট আয় ১০০ কোটি

rising sylhet
rising sylhet
জুন ১০, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’কমেডি ঘরানার এই সিনেমার একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। এবার ঈদে মুক্তি পেয়েছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মাল্টি-স্টারার সিনেমাটি ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম দিন (৬ জুন) ২৪ কোটি টাকা আয় করে।

দ্বিতীয় দিনে এর আয় ২৯ শতাংশ বৃদ্ধি পায়। ৩১ কোটি টাকা আয় তুলে নেয় এটি। এরপর তৃতীয় দিন রবিবার আয় বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটির বেশি। চতুর্থ দিন সোমবার আয়ে বেশ ধাক্কা খায় এটি।

তবে দুই অঙ্কের ঘরেই ছিল আয়। সোমবার ১৩ কোটি আয় তুলতে পেরেছে সিনেমাটি। যার ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে ‘হাউজফুল ৫’-এর মোট আয় ১০০ কোটি ছাড়িয়েছে। স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১৬০ কোটি টাকা।

‘জাট’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ১১৮ কোটি টাকা আয় করেছিল। এছাড়াও অক্ষয় নিজের আগের সিনেমা ‘কেশরী চ্যাপ্টার ২’-কে টপকে গেছে যা এ বছর ১৪৪.৬২ কোটি টাকা আয় করেছিল।

রিপোর্ট অনুসারে, অক্ষয়ের ‘হাউজফুল ৫’ সানি দেওল অভিনীত ‘জাট’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে মাত্র চারদিনে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, এ বছর সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নেবে ‘হাউজফুল ৫’। আয়ের দিক থেকে ২০২৫ সালে অক্ষয়ের সামনে রয়েছে সালমান খানের ‘সিকান্দার’, যার আয় ১৮৪ কোটি টাকা এবং অজয় দেবগনের ‘রেইড ২’, যার আয় ২৩৩ কোটি টাকা। তবে শীর্ষস্থানে থাকা ভিকি কৌশলের ‘ছাভা’-কে টপকানো অসম্ভব বলেই মনে হচ্ছে। ছাভা’র আয় ৮০৭ কোটি টাকা।

এবারের কিস্তিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, রিতেশ দেশমুখ, সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, ডিনো মরিয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়াশ তালপাড়ে, জনি লিভারসহ আরও বেশকিছু জনপ্রিয় অভিনয়শিল্পী। যা ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনা চোখে পড়ল বক্স অফিসের রেকর্ডেও। মুক্তির মাত্র চারদিনে ১০০ কোটি আয় তুলে নিয়েছে সিনেমাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।