ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাওরের উন্নয়নে স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদের অঙ্গীকার

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৩, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

শহিদুল ইসলাম রেদুয়ান : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন হুসাইন আহমেদ মিশেল।

তিনি নিজেকে হাওর এলাকার মাটির সন্তান ও কৃষক পরিবারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বলেন, রাজনীতির পরিবর্তে মানুষের বাস্তব সমস্যা ও তার স্থায়ী সমাধানই তাঁর মূল লক্ষ্য।

এক বিবৃতিতে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নয়, বরং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই তিনি ভোটারদের সামনে আসছেন। হাওরাঞ্চলের মানুষের জীবন প্রতিবছরের বন্যা, ফসলহানি, ভাঙা ও জলাবদ্ধ রাস্তা এবং কর্মসংস্থানের অভাবে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়—যা তিনি খুব কাছ থেকে দেখেছেন।

হুসাইন আহমেদ মিশেল বলেন, সুনামগঞ্জ-৩ শুধু একটি আসন নয়, এটি হাজারো মানুষের স্বপ্ন ও সম্ভাবনার কেন্দ্র। এ অঞ্চলের উল্লেখযোগ্য অংশ কৃষিনির্ভর হলেও প্রতিবছর বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয় এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে বহু গ্রাম বছরের একটি বড় সময় বিচ্ছিন্ন থাকে।

তিনি আরও জানান, তাঁর নির্বাচনী ইশতেহার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হবে এবং স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধানই সেখানে প্রাধান্য পাবে। স্থানীয়দের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর এই ঘোষণা ভোটারদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।