সিলেটে জালালাবাদ থানা পুলিশ হাওলাদারপাড়া এলাকা হতে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে । সোমবার (৩ এপ্রিল) সকাল ৭টায় এসআই(নিঃ) রাজীব মোহন দাস এর নেতৃত্বে হাওলাদারপাড়া এলাকা থেকে এই দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো– হবিগঞ্জ জেলার ফকিরবাড়ী হলুয়া গ্রামের মোঃ ইসমাইলের ছেলে মোঃ টিপু (২৮) এবং একেই এলাকার মৃত আব্দুল আলী ছেলে মোঃ বাচ্চু মিয়া (৪০)।
এই সময় আসামীদের কাছ থেকে ১.৭০০ কেজি (এক কেজি সাতশত গ্রাম) গাঁজা জাতীয় মাদকদ্রব্য আটক করা হয়। যার বর্তমান মূল্য অনুমান ২৮,৪০০/- (আঠাশ হাজার চারশত) টাকা।
জালালাবাদ থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন আসমীকে মাদক মামলায় আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয় এবং এই বিষয়ে জালালাবাদ থানার মামলা হয়। মামলা নং-০৯, পরে আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।