raising sylhet
ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

rising sylhet
rising sylhet
মার্চ ১৯, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে পড়ে গুরুতর আহত হলে ওই শ্রমিককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার (১৯ মার্চ) সকালে তিনি মারা যান।

নিহত জুরান আলী কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আলম মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এস.আই জুয়েল আহমদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার বিল্ডিংয়ের ৩য় তলায় কাজ করার সময় শনিবার দুপুর ১২টার দিকে সেখান থেকে হঠাৎ পড়ে যান জুরান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

Advertisements

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়ের আহমদ।

জানা যায়, শনিবার (১৮ মার্চ) জুরান আলী (২৫) নামের ওই শ্রমিক হাসপাতালের ক্যানসার ভিল্ডিংয়ের ৩য় তলায় কাজ করছিলো। সকাল ১১টার দিকে হঠাৎ করেই তিনি সেখান থেকে নিচে পড়ে যান। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি ওই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এস.আই জুয়েল বলেন- সুরতহাল শেষে লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।