ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে এক নারী রোগীকে যৌন হয়রানির অ ভি যোগে তিনজন কর্মীকে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৯, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

একটি বেসরকারি হাসপাতালে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালটির তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শনিবার রাতে শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) ও পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর স্বামী মোমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

অপারেশন শেষে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক কর্মী ওই নারীকে যৌন হয়রানি করেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী রোগীর স্বজন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভর সঙ্গে হাসপাতালটির কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসপাতালের কর্মচারীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিলে ভুক্তভোগী রোগীর স্বজনদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। খবর পেয়ে রেদোয়ানের সহপাঠীরা এসে হাসপাতালে জড়ো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হাসপাতালটির তিনজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালটির সব কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।