ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক

rising sylhet
rising sylhet
নভেম্বর ২০, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা সোমবার আল জাজিরাকে বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালে পরিস্থিতি বিপর্যয়কর। শত শত লোক হাসপাতালে আটকা পড়েছেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালের কর্মীরা আহতদের চিকিৎসার জন্য থাকতে চাপাচাপি করছেন। হাসপাতালের ভেতরে চিকিৎসাকর্মী ও আহত ব্যক্তিসহ প্রায় ৭০০ মানুষ রয়েছেন।

গাজার উত্তর দিকে ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক। এর আগে হাসপাতালটিতে কামান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, গাজার উত্তর-পূর্বের বেইত লাহিয়া শহরের চিকিৎসা স্থাপনাটিতে কামান হামলা হয়েছে।
হাসপাতাল আঙিনায় স্বশস্ত্র কোনো যোদ্ধা ছিল, এমনটি অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি ইসরায়েলের এমন কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন। তেল আবিব যাতে নৃশংসতা বন্ধ করে, সেজন্য তিনি এর অংশীদারদের আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।