raising sylhet
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ

rising sylhet
rising sylhet
আগস্ট ১১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার শান্তি রক্ষার্থে সকল স্তরের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার বিকাল ৫টায় উপজেলার জলুর মুখ শিব মন্দিরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নন্দীর গাও ইউনিয়ন পরিষদের সদস্য যশ মেম্বার এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদকে স্মরণ করে তিনি বলেন, আজকে যে পরিবর্তন এসেছে আমরা সবাই মিলে সেটা রক্ষা করবো। আপনারা সজাগ থাকবেন। কেউ অন্যায় করতে আসলে সবাই মিলে ধরে হাত -পা বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করবেন।

সভায় তিনি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এখানে উপস্থিত হয়েছি গোয়াইনঘাটে হিন্দু ও মুসলমান ভাই-ভাই। আমরা সবাই মিলে মিশে থাকবো। কোন সন্ত্রাসী ও চাঁদাবাজ যদি কোন রকম সমস্যা করার সাহস দেখায় আমরা সবাই মিলে তা প্রতিহত করবো। কোন রকম অন্যায়কে মেনে নেওয়া হবেনা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ১ ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ সাংগটনিক সম্পাদক জয়নাল আবেদীন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির সদস্য নুর আহমদ দপ্তর সম্পাদক খায়রুল আমিন সহ হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্হিত ছিলেন শ্রী নীল মনি, জগীন্দ্র নম,ডাঃ কৃন্চ নম,হরীন্দ্র নম,পরিমল নম বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

৪৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।