raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হিফজুল কুরআন প্রতিযোগিতার ২য় দিনে ১০০ জন প্রতিযোগির অংশগ্রহণ

rising sylhet
rising sylhet
এপ্রিল ৬, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

দারুল ইমারাত বাগবাড়ী সিলেটের ব্যবস্থাপনায়, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর তত্ত্বাবধানে ও কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ দারুল ইমারাত এর সহযোগীতায় সিলেট বিভাগ বিত্তিক ২য় ইকরা হিফজুল কুরআন প্রতিযোগিতার ২য় দিনে ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
২য় দিনের প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের প্রতিযোগিতা দেখতে প্রধান মেহমান ছিলেন চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অফিস এর কান্ট্রি ডিরেক্টর মো. হামদান আল ক্বারী এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ মোবারক।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) নগরীর বাগবাড়ীস্থ দারুল ইমারাত পরিষদ কমপ্লেক্সে ৩ দিনব্যাপী এই কুরআন প্রতিযোগিতায় ২য় দিনে প্রায় ১০০ জন প্রতিযোগি প্রতিযোগিতা করে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। কুরআন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে প্রায় ৩০০ জন ছাত্র অংশগ্রহণ করছে।
কুরআন প্রতিযোগিতায় ২য় দিনে বিচারক হিসেবে ছিলেন ১ম গ্রুপে আনওয়ারুল উলুম উমরপুর মাদ্রসার শিক্ষক হাফিজ গোলাম কিবরিয়া, টিকরপাড়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, নুরুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সালেহ আহমদ।
২য় গ্রুপে বিচারক হিসেবে ছিলেন নূরুল ক্বোরান মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা ইমদাদুর রহমান, জামেয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মুর্শেদ আহমদ, মিরেরচক মাদ্রসার মুহতামিম মারকাজুত তাহফিজ।
১ম গ্রুপ অনুর্ধ্ব ৭ বছর প্রতিযোগি মো ৫০ জন যে কোন ৩৭ সুরা। ২য় গ্রুপ অনুর্ধ্ব ১১ বছর প্রতিযোগি মোট ৭৫ জন যে কোন ১০ পারা ধারাবাহিক। ৩য় গ্রুপ অনুর্ধ্ব ১৫ বছর প্রতিযোগি মোট ১০০ জন যে কোন ১৫ পারা। ৪র্থ গ্রুপ অনুর্ধ্ব ২০ বছর প্রতিযোগি মোট ১০০ জন ৩০ পারা।
১৩ রমজান ১ম ও ২য় গ্রুপের, ১৪ রমজান ৩য় ও ৪র্থ গ্রুপের প্রতিযোগিতা হবে এবং ১৫ রমজান ফলাফল, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা ক্বারী মাহফুজে এলাহীর সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা চলবে। বিজ্ঞপ্তি

৬১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।