হেতিমগঞ্জে কবরস্থানের উপর ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমাবার নামাজের পর হেতিমগঞ্জ এলাকায় সর্বসাধারণের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কবরস্থানের উপর ভবন নির্মাণের মতো কাজ একজন মানুষ করতে পারে না। আমরা জন্মের পর থেকে দেখে আসছি এটা কবরস্থান। প্রতি বছরই এখানে অনেক মানুষকে করব দেওয়া হয়। এখন হঠাৎ করে কে বা কারা ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবী জানাই এই কাজ যেন বন্ধ করা হয়। পরে গোলাপগঞ্জ থানা প্রশাসন আশ্বাস দিলে মানববন্ধন শেষ করে এলাকাবাসী।
রুহেল আহমদের সভাপতিত্বে ও বাবুল আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন- আব্দুল মুহিত, মামুনুর রশীদ, আইন উদ্দিন, সাহার উদ্দিন, ছালিম আহমদ, জেবুল আহমদ, দারা মিয়া, বাবুল আহমদ, মাসুক আহমদ, সেলিম আহমদ, লায়েছ আহমদ, কাইয়ুম আহমদ, গেদা মিয়া, জিলু মিয়া, তুলা মিয়া, কুটই মিয়া, রায়হান, আব্দুর রহমান, রবুল আহমদ, মকবুল আলি, অলি মিয়া, গিয়ান উদ্দিন, আকদ্দস মিয়া, বুরহান উদ্দিন, হারুনুর রশীদ প্রমুখ।