raising sylhet
ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হোটেলের বিছানায় কিসের জন্য সাদা চাদর ব্যবহার করা হয়?

rising sylhet
rising sylhet
আগস্ট ১৭, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- হোটেলের বিছানায় কিসের জন্য সাদা চাদর ব্যবহার করা হয়? ভ্রমণের জন্য হোটেল বুক করার সময় বিভিন্ন মূল্যমানের রুম পাওয়া যায়। কিন্তু খেয়াল করলে দেখবেন মানে এবং দামে যেমনই হোক, হোটেলের বিছানায় সব সময় সাদা রঙের চাদর পাতা থাকে। কখনো ভেবে দেখেছেন কেন হোটেলগুলোতে অন্য রঙের চাদর বিছানো হয় না?

হোটেলের সাদা বিছানার কৃতিত্ব দেওয়া যায় দ্য ওয়েস্টিন হোটেলকে। নব্বইয়ের দশকে তারাই সাদা লিনেন ফ্যাব্রিক জনপ্রিয় করে তোলে। ব্র্যান্ডটির ডিজাইন ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন, সাদা রঙের বিছানা হোটেলে আসা অতিথিদের মনে একটি ‘হেলো ইফেক্ট’ সৃষ্টি করে। অতিথিদের কাছে মনে হয় যেন, তাদের বরাদ্দকৃত কক্ষটি সদ্যই সংস্কার (রেনোভেট) করা হয়েছে।

প্রসঙ্গত, হেলো ইফেক্ট হচ্ছে একটি ভ্রান্তি যার ফলে কোনো মানুষ, পণ্য বা ব্র্যান্ডের একটি নির্দিষ্ট গুণ তার অন্য সব বৈশিষ্ট্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করে দেয়।

সাদা রঙ অতিথিদের মনে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে। সারাদিনের ভ্রমণ আর ছোটাছুটি শেষে আপনি যখন হোটেলে ঘুমাতে আসবেন, তখন বিছানার এ সাদা রঙ আপনাকে দেবে অনাবিল প্রশান্তি।

একটা হোটেল কত পরিষ্কার-পরিচ্ছন্ন সেটি তুলে ধরতেও কর্তৃপক্ষ সাদা রঙের চাদর ব্যবহার করে থাকে। কারণ, সাদা রঙের চাদরে দাগ পড়লে তা লুকিয়ে রাখায় কোনো উপায় নেই। তাছাড়া সাদা রঙের নিজস্ব আভিজাত্য আছে। বিছানার চাদর সাদা রঙের দেখলে একপ্রকার বিলাসী অনুভূতি হয়।

বিছানায় সাদা রঙের চাদর ব্যবহারের আরও একটি বাস্তবধর্মী কারণ হলো, এটি পরিষ্কার করা খুব সহজ। শুধু চাদরই না, বেশিরভাগ হোটেলে ওয়াশরুমে রাখা তোয়ালে এবং বাথরোবও সাদা হয়ে থাকে। ধোয়ার সময় হোটেলের কর্মচারীরা এ সব কিছুকে একসঙ্গে ব্লিচ দিয়ে পরিষ্কার করে থাকেন; এক কাপড় থেকে আরেক কাপড়ে রঙ লেগে যাবার কোনো আশঙ্কা থাকে না।

৪৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।