রাইজিংসিলেট- প্রায়ই আপডেট ও নতুন ফিচার যুক্ত করতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে। এবার আরও একটি নতুন ফিচার এনেছে যোগাযোগমাধ্যমটি। গ্রুপের ক্ষেত্রে ভয়েস চ্যাট সুবিধা আনা হচ্ছে। আর এর মাধ্যমে গ্রুপে ভয়েস চ্যাট করতে পারবেন সর্বোচ্চ ১২৮ জন ইউজার। বলা যাবে কথাও।
প্রযুক্তিবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাও বলছে, হোয়াটসঅ্যাপে দীর্ঘদিন ধরেই রয়েছে গ্রুপ চ্যাটের সুবিধা। এবার আসছে ভয়েস চ্যাট, যা গ্রুপের চেয়ে একটু আলাদা।
ভয়েস চ্যাটে ফোন এলে রিং বাজবে না, শুধু নোটিফিকেশন আসবে। এখানে একই সঙ্গে কথাও বলা যাবে, চ্যাটও করা যাবে। তবে কবে নাগাদ এই সুবিধা আসছে, তা নিশ্চিত করে নি।
এ ছাড়া যেসব সুবিধা থাকছে:
১. ভয়েস চ্যাট একটি অডিও কল ফিচার। এখানে একসঙ্গে অনেকে কথা বলতে পারবেন।
২. হোয়াটসঅ্যাপ ভয়েস কলে মাত্র ৩২ জন কথা বলতে পারেন। এই ফিচারে কথা বলতে পারবেন ৩৩ থেকে ১২৮ জন।
৩. এখানেও থাকছে এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধা।
৪. শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, আইফোনেও থাকবে হোয়াটসঅ্যাপ ভয়েস চ্যাট ফিচার।
৫. ফোনকল আসার সাথে সাথেই চ্যাট বাবল চলে আসবে স্ক্রিনে, যাতে ক্লিক করলেই যুক্ত হওয়া যাবে ফোনে।