raising sylhet
ঢাকাবুধবার , ১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হ্যাড ক্যাপ বিতরণে উচ্ছ্বসিত শ্রমিক গানে গানে শ্রমিকের পাশে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট

rising sylhet
rising sylhet
মে ১, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

হ্যাড ক্যাপ বিতরণে উচ্ছ্বসিত শ্রমিক গানে গানে শ্রমিকের পাশে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ।

 

মহান মে দিবস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট  আজ পহেলা মে বুধবার সকাল ১০টায় কদমতলী নতুন বাসষ্ট্যান্ড এলাকায় শ্রমিকদের সাথে মে দিনের গান পরিবেশন ও শ্রমিক ভাই বোনদের মাঝে হেডক্যাপ বিতরণ করে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নাট্য পরিষদের সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, নাট্য সংগঠক নীলাঞ্জন দাশ টুকু।
বিশিষ্ট গণসংগীতশিল্পী অংশুমান দত্ত অঞ্জন এর দরাজ কণ্ঠে শ্রমিক ভাইবোনদের সামনে গানে গানে মে দিবসের সংহতি জানানো হয়। সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সমবেত শ্রমিকরা ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে আনন্দ করেন।

অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পক্ষ থেকে দুই শতাধিক শ্রমিকের মাথায় হ্যাডক্যাপ পরিয়ে দেয়া হয়।সংহতি জানানো হয় শ্রমিকদের নায্য দাবির প্রতি।

সভাপতির বক্তব্যে রজত কান্তি গুপ্ত বলেন, আমরা আমাদের মঞ্চে, নাটকে,গানে,কবিতা,নৃত্য, চিত্রকলায় শ্রমিকের কথা বলি,অধিকারের কথা বলি,সম্মানের কথা বলি।তিনি বলেন,বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান সবচেয়ে বেশী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকের ঘাম জড়িয়ে আছে। তিনি শ্রমিকদের উন্নত,নিরাপদ, স্বাস্থ্যকর জীবন এবং ন্যায় সংগত যৌক্তিক দাবি বাস্তবায়নে শ্রমিক বান্ধব সরকারের প্রতি অনুরোধ জানান। এসময়ে শ্রমিক নেতৃবৃন্দ ও  সর্বস্তরের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

১০৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।