হাতে হ্যান্ডকাপ এবং পায়ে ও গলায় রশি দিয়ে বাঁধা অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও বোয়াল বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, আজ (১০ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার মাঝগাঁও বোয়াল বিল এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, পরে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেন।
রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
ফিঙ্গার প্রিন্ট যাচাই করে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
৫ বার পড়া হয়েছে।