raising sylhet
ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

হ ত্যা র হুমকি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা-ডি মারিয়া

rising sylhet
rising sylhet
মার্চ ২৬, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 আনহেল ডি মারিয়া। নিজের প্রথম ক্লাবেই ক্যারিয়ারের ইতি টানতে চান এই মিডফিল্ডার। সম্প্রতি এমন ইচ্ছার কথা জানান ডি মারিয়া। এরপরই দুর্বৃত্তদের কাছ থেকে হত্যার হুমকি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ডি মারিয়ার আগে হুমকি পেয়েছিলেন তার সতীর্থ লিওনেল মেসিও।
আর্জেন্টিনার শহর রোজারিওতে জন্ম মেসি এবং ডি মারিয়ার। সেই শহরেই দুর্বৃত্তদের হুমকি পেয়েছেন ডি মারিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডি মারিয়া রোজারিওতে ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

রোজারিওর আবাসিক একটি এলাকায় ডি মারিয়ার বাড়ি। সেই এলাকাতেই সোমবার ভোরে হুমকি-সম্বলিত কাগজ ছুড়ে ফেলে যায় অচেনা কিছু মানুষ।

সেখানে লেখা হয়, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’
গত বছর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। তারাও হুমকি বার্তা দিয়েছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ মেসি-ডি মারিয়াদের জন্মস্থান রোজারিও শহরটির কুখ্যাতি আছে মাদক সংক্রান্ত সহিংসতার জন্য।

একটি ধূসর গাড়ি থেকে ছুড়ে ফেলা সেই কাগজে ডি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, তিনি যদি রোজারিও শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও ডি মারিয়ার পরিবারের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না। হুমকি বার্তাটি সরাসরি তুলে ধরেছে আর্জেন্টাইন দৈনিক ইনফোবে।

গত বছর পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগ দেন আনহেল ডি মারিয়া। রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, পিএসজির হয়ে ফুটবল মাঠ মাতানো এই মিডফিল্ডারের পরের গন্তব্য হতে পারে রোজারিও সেন্ট্রাল। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্জেন্টাইন ক্লাবটিতে ছিলেন ডি মারিয়া।

১১৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।