raising sylhet
ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

১০ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তান

rising sylhet
rising sylhet
নভেম্বর ৬, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। তবে শুরুটা ভালো হয়নি আফগানদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৩৬ রান। গুলবাদিন নাইব ১ এবং হাশমতুল্লাহ শাহিদীর ৪ রানে ব্যাট করছেন।

পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা।

পাওয়ার প্লের শেষ ওভারে আবারও মোস্তাফিজকে বোলিংয়ে আনেন শান্ত। এই ওভারে জোড়া উইকেট শিকার করে আফগানিস্তানকে বিপাকে ফেলেন কাটার মাস্টার। ওভারের দ্বিতীয় বলে সাদিকুল্লাহ (২১) এবং পঞ্চম বলে আজমতুল্লাহ ওমরজাইকে ফেরান তিনি। এতে পাওয়ার প্লে শেষে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানরা।

Advertisements

বুধবার (৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৬ রান তুলে দুই আফগান ওপেনার। দ্বিতীয় ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক শান্ত। দুর্দান্তভাবে ওভারে পঞ্চম ওভারে রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। ৭ বলে ৫ রান করেন তিনি।

তিনে ব্যাট করতে নেমে রান তুলতে পারেননি রহমত শাহও। ১৩ বলে মাত্র ২ রান করেন তিনি। অষ্টম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের শিকার হন এই ডান হাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ওপেনার সাদিকুল্লাহ।

৩২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।