রাইজিংসিলেট- দেশব্যপী বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের ডাকা চতুর্থ দফার অবরোধ শুরুর আগে ১০ ঘণ্টায় অন্তত ৯টি বাসে আগুন দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সময়ের মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বলছে, অবরোধের আগের রাতে মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। তারমধ্যে ঢাকা শহরে ৭টি, গাজীপুরে ১টি এবং বরিশালে ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ৮টি বাস ও ১টি পিকআপ পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৯টি ইউনিট এবং ১৯৩ জন জনবল কাজ করেছে।
শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে নটরডেম কলেজের সামনে ৮ টা ২০ মিনিটে লাল সবুজ নামে একটি বাস, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে, একটি বাস, রাত ৯টায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ নামে একটি বাস এবং ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তায়, অনাবিল পরিবহন নামে একটি বাসে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।
রাত ৯টা ৩৩ মিনিটে গাজীপুর জুগিতলায় একটি পিকআপ আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে রাত ১১টা ৩৮ মিনিটে কাফরুল থানার সামনে প্র্রজাপতি পরিবহন নামে একটি বাসে ও রাত ১২টায় রুপনগর থানার সামনে পৃথক দুইটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ঢাকার বাহিরে বরিশালে বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে মা এন্টারপ্রাইজ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ভোর ৩টা ৩৫ মিনিটে। আর রোববার সকাল ৬টা ৯ মিনিটে রাজধানীর সুত্রাপুরে মালঞ্চ পরিবহন নামে একটি বাসে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।