
গত ১৯ জুন মহানগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব। নিহত হওয়ার ১০ দিনের মাথায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে তাঁর পরিবারকে দেওয়া হয়েছেন আর্থিক অনুদান।
রবিবার (২৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আর্থিক অনুদান গ্রহণ করেন তুরাবের বড় ভাই আবুল আহসান জাবুর। বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেছেন।
আবুল আহসান জানান, শনিবার সিলেটের জেলা প্রশাসক আমাদের খবর দেন এবং সরকারি খরচে উড়োজাহাজে আমরা ঢাকায় পৌছাই। আজ দুপুরে গণভবনে আমার হাতে মাননীয় প্রধানমন্ত্রী নগদ ৫০ হাজার টাকা ও সঞ্চয়পত্রের ১০ লাখ টাকার চেক তুলে দেন।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে (সরকারি হিসেবে) নিহত ৩৪ জনের পরিবারের সদস্যের হাতে রবিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদান তুলে দেন। অনুদানের মধ্যে ছিলো পারিবারিক সঞ্চয়পত্রের ১০ লাখ টাকার চেক ও নগদ ৫০ হাজার টাকা।
এ সময় প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। অনেকে এসময় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগাপ্লুত প্রধানমন্ত্রীর চোখেও তখন অশ্রু দেখা যায়।