খাঁপুর ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে ১১তম খাঁপুর প্রিমিয়ার লীগ টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামের পশ্চিমের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ক্রিকেট দেশকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধূলা অনেক সাহায্য করে। তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট বাঙালির রক্তে মিশে আছে। তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং গ্রাম-গঞ্জে এ ধরনের টুর্ণামেন্ট আরো বেশি করে আয়োজনের আহবান জানান।
খাঁপুর গ্রামের প্রবীন মুরুব্বি গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও রুপন মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী রুমেল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়ানুরাগী রাফি হোসেন, সুলতানপুর গ্রামের ক্রীড়াবিদ আব্দুল কাদির, রুবেল আহমদ, তারেক আহমদ, এমজাদ আহমদ প্রমুখ। আয়োজিত প্রিমিয়ার লিগে পরিচালনা কমিটির সদস্যরা হলেন জাফরান, তারেক, হারুন, রাফি, এমজাদ, মোজাক্কির, জুমেল, আকিদ, নাজু ও মামুন।