raising sylhet
ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

১২টি পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৬, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

১২টি পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে পঞ্চগড় জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যালয়ে । আগ্রহীরা আগামী ০৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়

আবেদনের শেষ সময়: ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।

পদের বিবরণ

Advertisements

চাকরির ধরন: অস্থায়ী,প্রার্থীর ধরন: নারী-পুরুষ,কর্মস্থল: পঞ্চগড়,বয়স: ১৮ নভেম্বর ২০২৪ তারিখে ১৮-৩২ বছর,আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর মাধ্যমে আবদেনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: চেয়ারম্যান, নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড় বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবদেন ফি: আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১-৬ নং পদের জন্য ২০০ টাকা, ৭-১২ নং পদের জন্য ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২১০৮-০০০০-২০৩১ নম্বর কোডে জমা দিতে হবে। টাকা জমার রশিদ অথবা চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে।

৮৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।