raising sylhet
ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

১২৪ পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তর গোয়াইনঘাটে

rising sylhet
rising sylhet
আগস্ট ৯, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ১২৪ পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তর গোয়াইনঘাটে। সারাদেশের ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়ও ১২৪টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেছেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ হস্তান্তর করেন। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) তওসিফ আহমেদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার প্রমুখ।

Advertisements

অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) তওসিফ আহমদ বলেন, সরকারি উদ্যোগে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। এত সংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর দেওয়ার নজির পৃথিবীর আর কোথাও নেই। তিনি বলেন, মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের অধিনে প্রধানমন্ত্রীর কার্যালয় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

৯১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।