বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ২০২৩-২৪ সেশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক মঙ্গলবার (১৪ মার্চ) লালদিঘীরপাড়স্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন মাহে রমজানকে সামনে রেখে কিছু সংখ্যক ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। তিনি সাধারণ জনগণের সার্থে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সভায় বক্তারা বলেন দীর্ঘ দুই বছর যাবৎ আমাদের দলের মহাসচিব দেশের লক্ষ জনতার হ্নদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সহ কারাগারে বন্দি সকল আলেমদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। বৈঠকে বিগত দিনের কার্যক্রমের রির্পোট পেশ, পর্যালোচনা ও দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহন করা হয় এবং আগামী ১৪ রমজান রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গের সম্মানে মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, মুহাম্মদ নিয়ামত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক ডা: রোটারিয়ান মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, ক্বারী মাওলানা মিসবাউল হক, হাফিজ সাইফুল ইসলাম, মুহাম্মদ শাব্বির আহমদ, মাওলানা আব্দুল হামিদ, ক্বারী মাওলানা আব্দুল মুহাইমিন, হাফিজ মাওলানা আহমদুল হক ফয়েজী, মুহাম্মদ হারুন রশিদ প্রমুখ।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।