ঢাকাবুধবার , ২৪ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১৫৫ জন বিদেশি শিক্ষার্থী সিলেট ছেড়ে নিজ নিজ দেশে গেছেন

rising sylhet
rising sylhet
জুলাই ২৪, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

১৫৫ জন বিদেশি শিক্ষার্থী দেশের চলমান পরিস্থিতিতে সিলেট ছেড়ে নিজ নিজ দেশে চলে গেছেন । এর মধ্যে ভারত ও নেপালের শিক্ষার্থী রয়েছেন। গত শনিবার থেকে তারা নিজেদের দেশে ফিরতে শুরু করেন বলে জানা গেছে। এর মধ্যে তামাবিল স্থলবন্দর দিয়ে ১৫২ জন ও ওসমানী বিমানবন্দর হয়ে ৩ জন শিক্ষার্থী দেশ ছাড়েন।

তাদের মধ্যে রয়েছেন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ৬১ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ৭৭ জন ও পার্কভিউ মেডিকেল কলেজের ১৭ জন বিদেশি শিক্ষার্থী।

ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফি গণমাধ্যমকে জানান, সিলেটের মেডিকেল কলেজে পড়তে আসা ভারতীয় শিক্ষার্থীদের সাথে ১৭ জন নেপালী শিক্ষার্থীকে ভারত হয়ে তাদের দেশে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

তিনি জানান, দেশে ফিরে যাওয়াদের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ভারতীয় ৪৯ ও নেপালী ১২ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ৭৭ জন ভারতীয় এবং পার্কভিউ মেডিকেল কলেজের ১০ জন ভারতীয় ও ৭ জন নেপালী শিক্ষার্থী ছিলেন।

সূত্র জানায়, মেডিকেল কলেজে পড়ালেখার জন্য ভারত ও নেপাল থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী আসেন সিলেটে। সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হয়ে তারা এমবিবিএস কোর্স সম্পন্ন করেন। চলমান কোটা বিরোধী আন্দোলন ও পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ঘিরে ধরে বিদেশি শিক্ষার্থীদের। ফলে তারা সাময়িক সময়ের জন্য নিজেদের দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।