
রাইজিংসিলেট- ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র কোথায় ও কখন? ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে বিশ্বকাপে, যেখানে সর্বাধিক সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনকে ঘিরে বিভিন্ন দেশ ও ক্লাব প্রস্তুতি নিতে শুরু করেছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সম্ভাব্য সময় ও স্থান নিয়ে বিভিন্ন সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত হতে পারে ২০২৬ বিশ্বকাপের ড্র। যদিও এখনো ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম সূত্রে এই তথ্য উঠে এসেছে।
লাস ভেগাসে আগেও ১৯৯৪ সালের বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল। এবারও সম্ভাবনা রয়েছে শহরটির কোনো বৃহৎ সম্মেলনকেন্দ্রে আয়োজনের। যদিও ঐতিহাসিক লাস ভেগাস কনভেনশন সেন্টার আগেই অন্য ইভেন্টের জন্য বুক করা হয়েছে, তবু শহরেরই অন্য কোনো জায়গায় ড্র আয়োজন করা হতে পারে।
মেক্সিকোর ক্লাব পাচুকার একজন নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ড্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা, যাতে নিজেদের শহর ও ভেন্যুর তথ্য তুলে ধরতে পারেন আয়োজকদের কাছে। এটি প্রমাণ করে যে, আয়োজক দেশগুলোর স্থানীয় ক্লাব ও সংগঠনগুলোও বিশ্বকাপকে কেন্দ্র করে নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে।