ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে ফিফা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১০, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে ফিফা ।

ঐতিহাসিক গুরুত্ব পাচ্ছে ২০৩০ বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়ে-তে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। শতবর্ষ উপলক্ষে বিশেষ আকর্ষণ পাচ্ছে এই আয়োজন। কারণ হিসেবে উল্লেখ করা যায় এটি ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মিলে প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন করা হবে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশের নাম। আগামী ১১ ডিসেম্বর, ফিফার বর্ধিত সভায় স্পেন, পর্তুগাল এবং মরক্কো এই বিশ্বকাপ আয়োজক হিসেবে নাম ঘোষণা করবে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে বিশেষ এই আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে-তে।

এতে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হচ্ছে পর্তুগাল। এছাড়া ১৯৮২ সালে শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল স্পেন। ৪২ বছর পর এবার আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে তারা।

এদিন ফিফা ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশও ঘোষণা করবে। এই আসরের এককভাবে আয়োজক হবে সৌদি আরব। ওশেনিয়া অঞ্চল থেকে কোন আবেদন না করায় সৌদি আরবের আয়োজক হওয়া একেবারে নিশ্চিত।

৯০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।