রাইজিংসিলেট- শনিবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দু’জন কে আটক ও জব্দ করা হয়েছে জাটকা। যে দুজন কে আটক করা হয়েছে তারা হলেন আব্দুর রহমান ও সাধন সরদার। বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর তদন্ত লোকমান হোসেন জানান, দুপুরে গোপন সংবাদে জানা যায় বিপুল জাটকা তালতলী থেকে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে বিক্রির জন্য নেয়া হচ্ছে। এর ভিত্তিতে রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২২ ড্রাম জাটকা ও তার থেকে ছোট ইলিশের পোনা জব্দ করা হয়। এ সময় পিকআপ চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া মৎস্য অফিসের সহায়তায় জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগামীতে এরকম পরিস্থিতিতে যেনো না পরতে হয় এ ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান, মৎস্য অফিস কর্মকর্তাদের।