raising sylhet
ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

২৫নং ওয়ার্ড বিএনপির ইফতার বিতরণ

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৫, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের দল। আর বিএনপি হচ্ছে জনগণের দল। তাই বিএনপি সব সময় আর্তমানবতার কল্যাণে কাজ করে। এই ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে মানুষের জীবন যাত্রা থমকে আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুৎ-গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খেটে খাওয়া অসহায় মানুষগুলো খুব কষ্টে দিনাতিপাত করছে। আর সরকার দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত। এই সরকারের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে জনতার দুর্ভোগের সমাপ্তি ঘটবে।
তিনি শুক্রবার ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা রেল গেইটস্থ মারকাজ পয়েন্টে অসহায় দুস্থ ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর মহিলা দলের সভানেত্রী ও সিসিকের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর রুকশানা বেগম শাহনাজ এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব।
২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুলেমান আহমত সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আফজাল উদ্দিন, বিএনপি নেতা রেজাউল ইসলাম রুজন, ইকবাল, কামাল, নসিবুর রহমান বেলাল, দিদারুল ইসলাম দিদার ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ শিপু প্রমূখ।

Advertisements
৭২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।