ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

২৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২০, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ বিপিএল ঘিরে সিলেটে যে উন্মাদনা দেখা যেত, তারই প্রতিচ্ছবি ফুটে উঠছে ২০২৪ ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ লিগ ঘিরে।

 

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট উৎসবে মাঠ মাতাবেন দেশের তারকা ক্রিকেটাররা ।

২৭ ডিসেম্বর সকাল ১১ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্ভোধন হবে ‘ ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’র ।

এই টুর্নামেন্টকে সফল সার্থক ও প্রাণবন্ত করে তুলতে এক প্রস্তুতি সভা শুক্রবার সকাল ১১ টায় হাউজিং স্টেটে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী’কে আহবায়ক এবং ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েস লোদি’কে সদস্য সচিব করে সিলেটে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

উক্ত টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের ক্রিকেটারা অংশগ্রহণ করবে। সভায় নেতৃবৃন্দ সর্বস্তরের ক্রীড়ামোদীদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন।

৪৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।