২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নুরুল ইসলাম মোল্যা (৫৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নুরুলকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।আটক নুরুল ইসলাম ফরিদপুর এলাকার মৃত জব্বার মোল্যার ছেলে।
সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ ওই মাদকবিক্রেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে ফরিদপুর জেলা সদরের কেশবনগর এলাকা থেকে নুরুলকে আটক করা হয়।
ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
১৬ বার পড়া হয়েছে।