
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির সনদ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশ থেকে অবিচার, বৈষম্য ও দুর্নীতি দূর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ৩১ দফা হবে ভবিষ্যতের দিকনির্দেশনা। তিনি আরো বলেন, যুবদল হচ্ছে দেশের তরুণদের আস্থার প্রতীক। তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে, যাতে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকশিত হয় এবং সংগঠনে নতুন প্রাণ সঞ্চারিত হয়। সক্রিয় ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই আগামী দিনের সংগ্রাম সফলতার পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ৪১ এবং ৪২নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব যুবসমাজের ওপরই বর্তায়। তাদের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ পদক্ষেপই হবে পরিবর্তনের চালিকাশক্তি। যুবদল যদি জনগণের পাশে থেকে ন্যায় ও সত্যের পথে কাজ করে যায়, তবে রাষ্ট্র কাঠামো মেরামতের এই আন্দোলন বিজয়ে পৌঁছাতে বাধ্য। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যুবসমাজের দায়িত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামী নির্বাচনে অগ্রণীয় ভূমিকা পালন করবে। আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের আন্দোলনে যুবদল সবসময় সামনের সারিতে থাকবে। দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। কারণ আগামী নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ সভাপতি সুহেল মাহমুদ, নজরুল ইসলাম সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, কয়েস আহমদ, মলয় লাল ধর, মোঃ ইছহাক আহমদ, পারভেজ খান জুয়েল, শামীম রেজা, এম এ মতিন, বাবলু মিয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ,এম এ সালাম, বাবলু হোসেন হৃদয়, মো. দিলাজ আহমদ, মো. জাকির হোসেন কয়েস, মো. নুর উদ্দিন খাঁন হাসান, সহ সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ খান তাইফুর, এম এ হাসান, মকছুদুল করিম ইমন, মাহফুজুল করিম শিপলু, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহীন উদ্দীন আহমদ, হোসেন আহমেদ, বাবর আহমদ আনসার আলী, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, গণ শিক্ষা সম্পাদক জামাল আহমদ, ধম বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাক আহমদ বাপ্পি, কর্মসংস্থান সম্পাদক মিনার আহমদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সুমন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, মহানগর সহ-কোষাধ্যক্ষ মাসুম আহমদ, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ, সহ বন ও পরিবেশ বিষয়য় সম্পাদক ফাইয়াজ আলম, মহানগর যুব মো. মিনহাজ, ৪১ ও ৪২ নং ওয়ার্ড যুবদলের আলমাছ মিয়া, আজির আহমদ, এমরান আহমদ, জাকারিয়া আহমদ, শিপন আহমদ, জসিম উদ্দিন, রাজন আহমদ, রুহুল আমিন, শাহজাহান আহমদ, আফরোজ আহমদ প্রমুখ।