ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

৩৭ জন পুলিশের পদোন্নতি র মধ্যে সিলেট বিভাগে কর্মরত ২ জন

rising sylhet
rising sylhet
মার্চ ২, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ৩৭ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বিসিএস-পুলিশ ক্যাডার সমমর্যাদায় সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।

এর মধ্যে সিলেট বিভাগে কর্মরত ২ জন পুলিশ পরিদর্শক রয়েছেন।

তাদের মধ্যে একজন সিলেটের ও অপরজন হবিগঞ্জের। শনিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দিয়ে নতুন পদে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত সিলেটের দুজন হচ্ছেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ইন্সপেক্টর মো. নবী হোসেন ও হবিগঞ্জ জেলা পুলিশের ইন্সপেক্টর মকবুল আহমেদ।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দিয়ে নতুন পদে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।