
রাইজিংসিলেট- ৩ আগস্ট শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে যে তারা ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে আগামী রোববার, ৩ আগস্ট। অনুষ্ঠানটি রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, “আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।”
এর আগে ৩১ জুলাই, বুধবার বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এক পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একই ঘোষণা দেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “৩ আগস্ট শহিদ মিনারে আমাদের নতুন ইশতেহার ঘোষণা হবে। আপনারা পাশে থাকলে, আমাদের সকল দাবি আদায় করেই ছাড়বো।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।