রাইজিংসিলেট- প্রায় চার মাস বন্ধ থাকার পর চলতি মাসে খুলে দেয়া হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রিজ। ঝুঁকিপূর্ণ হয়ে পড়া প্রায় শতবর্ষী এই লোহার ব্রিজটি সংস্কারের জন্য চলতি বছরের ১৬ আগস্ট সব ধরনের চলাচল বন্ধ করে দেয়া হয়। ব্যস্ততম সেতুটি দিয়ে পারাপার বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নৌকায় করে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সুরমা নদী।
এর আগে ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজটি স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলে সে সময় সংস্কার করা হয়। এরপর দীর্ঘদিন দেখভাল না করায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আগাগোড়া লোহায় তৈরি সিলেটের ঐতিহ্যবাহী এই সেতু।
ব্রিজটির মেরামতের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, দীর্ঘদিন মেরামত না করায় ধারনার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটি। ফলে সময় লাগছে সংস্কারে। রেলওয়ে প্রকৌশল বিভাগ সংস্কার কাজ করলেও প্রায় শতবর্ষী সেতুটির দেখভালের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের।
সিলেট সওজ নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, যেহেতু পুরো ব্রিজটা খুলে পুনোরায় মেরামত করতে হচ্ছে তাই একটু সময় লাগবে। আশা করছি, যথা সময়ে এটির কাজ শেষ হবে।
১৯৩৬ সালে সাধারণের চলাচলের জন্য খুলে দেয়া সুরমা নদীর ওপর নির্মিত প্রথম সেতুটির নামকরণ করা হয় তৎকালীণ আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে। তারপর প্রায় একশ বছর ধরে সিলেট শহরে নদী পারাপারে প্রধান ভরসা এ ক্বিনব্রিজ।
৫৬ বার পড়া হয়েছে।