রাইজিংসিলেট- পঞ্চম দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শুরু হয়েছে। ভোর ছয়টা থেকে আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সিলেট সহ সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
অবরোধের সমর্থনে এ কর্মসূচি শুরুর আগের রাতেই সিলেটে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজারের লালদীঘিরপাড় থেকে একটি মশাল মিছিল বের করে দলের সিলেট জেলা ও মহানগর শাখা।
মিছিলটি লালদীঘিরপাড় থেকে শুরু হয়ে বন্দরবাজারের পোস্ট অফিস এসে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার থেকে ৪৮ ঘণ্টার যে অবরোধ কর্মসূচি শুরু হবে সেটি সফলের আহবান জানিয়েছেন সাধারণ মানুষের প্রতি। এসময় তারা নানা রকমের স্লোগান দিলে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়।
তবে, বুধবার দুপুর বারোটা পর্যন্ত সিলেটে অবরোধের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। অন্যান্য দিনের মতোই ব্যস্ত রয়েছে সিলেট মহানগরী। সিলেট-ঢাকা মহাসড়কেও রয়েছে স্বাভাবিক যান চলাচল। সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী কম থাকায় অন্যান্য দিনের তুলনায় কম বাস চলাচল করছে বলে জইনয়েছেন সংশ্লিষ্টরা।
নগরীর গুরুত্বপূর্ণ ষ্টেশন রোড, বন্দরবাজার, সুরমা মার্কেট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, মদীনা মার্কেট, টিলাগড়, দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর এলাকায় প্রতিদিনের মতোই ছিলো যানবাহন চলাচল। নগরীর অফিস-আদালত, বিপনী বিতানগুলোতে দেখা গেছে নিত্যদিনের ব্যস্ততা।
অবরোধের প্রথমদিন দুপুর বারোটা পর্যন্ত সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেখা মেলেনি অবরোধ সমর্থনকারীদেরও।
এদিকে, অবরোধকারীদের বিশৃঙ্খলা ও যেকোনো ধরণের তৎপরতা ঠেকাতে সতর্কাবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট-ঢাকা মহাসড়কে ও নগরের বিভিন্ন পয়েন্টে র্যাব, পুলিশ, বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
৬৬ বার পড়া হয়েছে।