দিরাইয়ে ৫০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে অনলাইন প্লাটফর্মে বিশেষ উঠান বৈঠক বুধবার বেলা ১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এর বাস্তবায়ন করছে তথ্য আপা, জাতীয় মহিলা সংস্থা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এবং তথ্য সেবা কর্মকর্তা পারমিতা দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ কর্মকর্তা বাবরা হ্যামলিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান অপু, জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জ্বল খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, তথ্যসেবা সহকারী সুচিতা বর্ম্মন ও সোমা রানী দাস প্রমুখ।
৬৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।