৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন কুয়ারপাড় পয়েন্টের একটি দোকানে অভিযানে পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মো. জিসান আহমেদ (২০), মো. বাবর আলী (৩২), ইমন আহমেদ (২০), মো: দেলোয়ার হোসেন (৩০), কৃতিশ দে (৫৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম সোমবার রাতে কোতোয়ালী থানাধীন কুয়ারপাড় পয়েন্টের একটি দোকানে অভিযানে পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়াড়িকে আটক আটক করা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক আসামিদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
৪৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।