ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৫ ডিসেম্বরের কর্মসূচী সফলের লক্ষ্যে বাংলাদেশ সমন্বয় পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে আগামী ৫ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ এর কর্মসূচি সফলের লক্ষ্যে বাংলাদেশ সমন্বয় পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা সোমবার (১লা ডিসেম্বর) বিকেল ৫টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেটের সহ সভাপতি মুত্তাকিম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, আফতার সিদ্দিকী বাবলু, পূবালী ব্যাংকের মো. এনামুল হক, মহানগর রাজস্ব সার্কেলের মো. সালাহ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের মো. আব্দুল মতিন, সিলেট চীফ জ্যুডিশিয়াল আদালতের মো. খোরশেদ আলম, এমসি কলেজের মো. মুসলেক আহমদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের আতাউর রহমান।

আগামী ৫ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের কর্মসূচিতে যেতে ইচ্ছুক সকল সদস্যদের নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ২ ডিসেম্বরের মধ্যে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। পরদিন যাচাই-বাচাই শেষে রাত ১০টার মধ্যে সকল সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।