ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

৫ মে থেকে নিখোঁজ মাদরাসাছাত্র আজিজুর

rising sylhet
rising sylhet
মে ১৪, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

গত ৫ মে থেকে  হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের আজিজুর রহমান (১২) নামে এক মাদরাসাছাত্র ৯ দিন যাবত নিখোঁজ রয়েছে।

নিখোঁজ মাদরাসা ছাত্র আজিজুর রহমান শায়েস্তাগঞ্জ নূরে মাদিনা মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র। সে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের জগতপুর গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে।

নিখোঁজ আজিজুরের বড় ভাই সাইফুর রহমান জানান, আমার ভাই গত ২ মে বাড়ি থেকে ছুটি শেষে মাদরাসায় যায়। পরে ৫ মে থেকে তার নিখোজের বিষয়টি জানতে পারি। সকল স্থানে খুজেও তার কোনো সন্ধান পাচ্ছি না। এ বিষয়ে আমরা শায়েস্তাগঞ্জ থানায় একটি ডায়েরি করেছি।

জানা যায়, আজিজুর রহমান বেশ কয়েক বছর যাবত শায়েস্তাগঞ্জ নূরে মাদিনা মাদরাসার আবাসিক হলে থেকে লেখাপড়া করে আসছিল। হঠাৎ করে গত ৫মে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি তার পরিবারকে জানালে সম্ভাব্য সকল স্থানে তারাও খোঁজাখুঁজি করেন। কিন্ত তার সন্ধান মিলেনি। দীর্ঘ ৯দিন যাবত তার সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার বাবা-মা।

শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাস বলেন, আজিজুর রহমান নামে ওই শিক্ষার্থীকে আমরাও খুঁজছি। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২২৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।