ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৬ দিন জাতীয় স্টেডিয়ামের আশপাশের দোকান বন্ধের নি র্দে শ

rising sylhet
rising sylhet
জুন ৩, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- প্রায় পাঁচ বছর পর আবারও ফুটবল ফিরছে ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে। দীর্ঘদিন সংস্কার কাজের জন্য বন্ধ থাকা এই ভেন্যুতে আগামী ৪ ও ১০ জুন দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দু’টি ম্যাচকে সামনে রেখে কড়া নির্দেশ দিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আগামীকাল বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান।

এছাড়াও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

এনএসসি নির্দেশনা অনুযায়ী, ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত পুরো স্টেডিয়াম চত্বর-যেখানে অবস্থিত বিভিন্ন ফেডারেশন, দোকানপাট এবং অন্যান্য প্রতিষ্ঠান-সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এই নির্দেশনা বজায় থাকবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য। তখনো তিন দিন (৮ থেকে ১০ জুন পর্যন্ত) দোকান বন্ধের নির্দেশ দিয়েছে এনএসসি।

ফলে ছয় দিন ধরে কোনো যানবাহন চলাচল, অফিস কার্যক্রম বা দোকান খোলা রাখা যাবে না। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় স্টেডিয়ামে বর্তমানে প্রায় ১৩টি ক্রীড়া ফেডারেশনের অফিস রয়েছে-যার মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, সাইক্লিংসহ বেশ কয়েকটি। এছাড়া পেশাদার সাংবাদিকদের দু’টি সংগঠনের অফিসও এই স্টেডিয়াম চত্বরে অবস্থিত।

হঠাৎ করে ছয় দিনের জন্য স্টেডিয়াম চত্বর বন্ধের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ফেডারেশন কর্মকর্তারা। তাদের অভিযোগ, এর আগে কোনো ম্যাচ উপলক্ষে এতদিন স্টেডিয়াম বন্ধ রাখা হয়নি। সাধারণত শুধু ম্যাচের দিনই সাময়িকভাবে স্টেডিয়াম বন্ধ রাখা হতো।

তাদের মতে, সামনে ঈদুল আজহার মতো বড় উৎসব থাকায় ফেডারেশনগুলোর দৈনন্দিন কাজকর্ম বাধাগ্রস্ত হবে, যা নানা ধরনের ভোগান্তি ডেকে আনবে।

যদিও নির্দেশনা অনুযায়ী ২ জুন থেকেই স্টেডিয়াম চত্বর বন্ধ থাকার কথা ছিল, তবে আজ দেখা গেছে ভিন্ন চিত্র।

পুরোদমে চালু ছিল স্টেডিয়ামের কার্যক্রম, খোলা ছিল দোকানপাট ও অফিস।

বাংলাদেশ দলের অনুশীলনও হয়েছে আজ বিকেলে, তবে সেটি ছিল ‘ক্লোজড ডোর’ অর্থাৎ দর্শক এবং গণমাধ্যম উপস্থিত না রেখে আয়োজন করা হয়। নিরাপত্তার কারণে মাঠমুখী সব প্রবেশপথ এবং জানালা বন্ধ রাখা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।