raising sylhet
ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

৬ দিন পর সিলেটের রাস্তায় দায়িত্বে ট্রাফিক পুলিশ

rising sylhet
rising sylhet
আগস্ট ১২, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ৬ দিন পর সিলেটের রাস্তায় দায়িত্বে ট্রাফিক পুলিশ। সিলেটের সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগষ্ট) থেকে তারা কাজে যোগ দিয়েছেন।

সকালে এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে, রোববার একই আভাস দিয়েছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন। এদিন তিনি মহানগর পুলিশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান সোমবারের মধ্যে ট্রাফিক পুলিশের কাজে যোগ দেয়ার কথা।

Advertisements

সেই অনুযায়ী সোমবার সকাল থেকেই কাজে যোগ দেন ট্রাফিক সদস্যরা। সকাল থেকেই সড়কে দেখা গেছে তাদের। ট্রাফিক পুলিশের সাথে স্কাউট এবং বিএনসিসির সদস্যদেরও অনেক স্থানে কাজ করতে দেখা গেছে।

সাবেক শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সিলেটসহ সারাদেশে পুলিশের অনুপস্থিতে ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের নেতাকর্মী, স্কাউট এবং বিএনসিসির সদস্যরা। এবার ট্রাফিক পুলিশ কাজে ফেরায় ছয়দিন পর এ অবস্থার অবসান হচ্ছে।

১৯৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।