রাইজিংসিলেট- ৭৪-টা চোরাই মোবাইলসহ র্যাবের হাতে আটক ৩,বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে গুলিস্থান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৭৪টি চোরাই মোবাইলসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন- আনোয়ার হোসেন (৪০), জয়নাল (২৮) ও তাজুল ইসলাম (৩৫)।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গুলিস্তান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল ফোন মজুদ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শনের দায়ে তিন জনকে আটক করা হয়েছে।
তাদের কাছে ৭৪টি চোরাই মোবাইল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ বার পড়া হয়েছে।