সিলেট সদর সহ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তবে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোথাও ঘটেছে বলে খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সিলেট সদরের তিনটি ও ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ।
এসব ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ১৯৯ প্রার্থী লড়াই করেন। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।
এদিকে, মামলা সংক্রান্ত জটিলতায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শুধু মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। অবশ্য চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হয়।