অক্টোবর ২০২৫ মাসজুড়ে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এক মাসে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি শত শত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
এসএমপি’র বিশেষ অভিযানে অক্টোবর মাসে উদ্ধার করা হয়—-ইয়াবা: ১,৭৩০ পিস-গাঁজা: ৪ কেজি ২২০ গ্রাম-বিদেশী মদ: ৭১৩ বোতল-চোলাই মদ: ১৪৫ লিটার-ফেন্সিডিল: ২১ বোতল
চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। এর মধ্যে রয়েছে— ভারতীয় পেঁয়াজ: ৭,৯২০ কেজি-ভারতীয় কাতান শাড়ি: ৩১ পিস-ভারতীয় চকলেট: ৩,৭৪৩ পিস-ভারতীয় মেন্টস রেনবো চকলেট: ১,৪২৫টি-নাসিরুদ্দীন বিড়ি: ৪,২০,০০০ শলাকা-ভারতীয় সাবান: ৩৬৩ পিস-ভারতীয় কম্বল: ৬৪ পিস-ভারতীয় শাড়ি: ২,০৭১ পিস-ভারতীয় চকলেট (প্যাকেট): ৩১ প্যাকেট-স্কিন কেয়ার ক্রিম: ১,৬০০ পিস-ভারতীয় বিড়ি: ১,৬৮,০০০ শলাকা-বিভিন্ন চকলেট ও কসমেটিক্স সামগ্রী: আনুমানিক ৩৫,২২০ টাকার-বিদেশী সিগারেট: ৭৭০ প্যাকেট-ভারতীয় চা পাতা: ৯,২১৪ কেজি-ভারতীয় কেনু: ১,৪৪০ কেজি-ভারতীয় জিরা: ৫২ বস্তা-মোবাইল হ্যান্ডসেট: ২৬টি
গ্রেফতার:মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত মোট ৭২৫ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে— চোর: ৫৬ জন,ছিনতাইকারী: ১৭ জন,মাদক ব্যবসায়ী: ৬৩ জন,জুয়াড়ি: ১২২ জন,অসামাজিক কাজে আটক: ১৯ জন
এছাড়া হোটেল সিলগালা করা হয়েছে ৬টি এবং উদ্ধার করা হয়েছে ১৪ জন ভিকটিম।
মোট ১,৯৯১টি যানবাহন আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
এসএমপি সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।