ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে এসএমপি’র দাপট: মাদক, চো রা চালান ও অ প রাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য

rising sylhet
rising sylhet
নভেম্বর ২, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

অক্টোবর ২০২৫ মাসজুড়ে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এক মাসে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি শত শত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

এসএমপি’র বিশেষ অভিযানে অক্টোবর মাসে উদ্ধার করা হয়—-ইয়াবা: ১,৭৩০ পিস-গাঁজা: ৪ কেজি ২২০ গ্রাম-বিদেশী মদ: ৭১৩ বোতল-চোলাই মদ: ১৪৫ লিটার-ফেন্সিডিল: ২১ বোতল

চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। এর মধ্যে রয়েছে— ভারতীয় পেঁয়াজ: ৭,৯২০ কেজি-ভারতীয় কাতান শাড়ি: ৩১ পিস-ভারতীয় চকলেট: ৩,৭৪৩ পিস-ভারতীয় মেন্টস রেনবো চকলেট: ১,৪২৫টি-নাসিরুদ্দীন বিড়ি: ৪,২০,০০০ শলাকা-ভারতীয় সাবান: ৩৬৩ পিস-ভারতীয় কম্বল: ৬৪ পিস-ভারতীয় শাড়ি: ২,০৭১ পিস-ভারতীয় চকলেট (প্যাকেট): ৩১ প্যাকেট-স্কিন কেয়ার ক্রিম: ১,৬০০ পিস-ভারতীয় বিড়ি: ১,৬৮,০০০ শলাকা-বিভিন্ন চকলেট ও কসমেটিক্স সামগ্রী: আনুমানিক ৩৫,২২০ টাকার-বিদেশী সিগারেট: ৭৭০ প্যাকেট-ভারতীয় চা পাতা: ৯,২১৪ কেজি-ভারতীয় কেনু: ১,৪৪০ কেজি-ভারতীয় জিরা: ৫২ বস্তা-মোবাইল হ্যান্ডসেট: ২৬টি

গ্রেফতার:মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত মোট ৭২৫ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে— চোর: ৫৬ জন,ছিনতাইকারী: ১৭ জন,মাদক ব্যবসায়ী: ৬৩ জন,জুয়াড়ি: ১২২ জন,অসামাজিক কাজে আটক: ১৯ জন

এছাড়া হোটেল সিলগালা করা হয়েছে ৬টি এবং উদ্ধার করা হয়েছে ১৪ জন ভিকটিম।

মোট ১,৯৯১টি যানবাহন আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এসএমপি সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।