ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত দুশ্চিন্তায় বিপর্যস্ত হচ্ছেন? ৪ অভ্যাস ভালো থাকুন

rising sylhet
rising sylhet
অক্টোবর ১২, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- অতিরিক্ত দুশ্চিন্তা শরীর ও মন দুইয়ের পক্ষেই ক্ষতিকারক। এই মানসিক সমস্যা থেকে গুরুতর স্বাস্থ্যহানিও হতে পারে। তাই প্রতিদিনকার দুশ্চিন্তা নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ছোটখাটো জিনিস থেকে বড়সড় গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে দুশ্চিন্তা বিপর্যস্ত করে দেয় প্রতিদিনের জীবন। এ নিয়ে ইন্ডিয়ান এক সংবাদমাধ্যমে  জানানো হয়, এই সমস্যা এড়াতে কিছু দৈনিক অভ্যাস তৈরি করা ভালো‌।

প্রাণায়াম : মন শান্ত রাখতে প্রাণায়াম অনেকটাই গুরুত্বপূর্ণ। গভীরভাবে শ্বাস গ্রহণ ও বর্জনই প্রাণায়ামের মূল নিয়ম। প্রতিদিন ভোরে ১০ মিনিট এই ব্যায়াম করলে অনেকটাই উপকার মেলে।

পর্যাপ্ত ঘুম : প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমোনো জরুরি। ঘুম দুশ্চিন্তা কমাতে অনেকটাই সাহায্য করে‌, একইসঙ্গে মন শান্ত রাখতেও সাহায্য করে পরিমিত ঘুম‌।

মনোযোগের অভ্যাস তৈরি করা : মনোযোগের অভ্যাস তৈরি করতে হবে। এতে দুশ্চিন্তা করার প্রবণতা অনেকটাই কমে যায়‌। দুশ্চিন্তার সময় আমরা অতীত নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবি। সেই মুহূর্তে চোখের সামনে যা আছে তাতে মন দিতে হবে। এতেই তৈরি হবে মনোযোগের অভ্যাস।

স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া: প্রতিদিনের খাবারের তালিকা থেকে তেলেভাজা ও ফাস্টফুড জাতীয় খাবার বাদ দিন। এই ধরনের খাবার শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়‌। ফলে দুশ্চিন্তার করার অভ্যাসও বাড়তে থাকে তরতরিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।