
রাইজিংসিলেট- সম্প্রতি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম এবং ছবি ব্যবহার করে অনলাইনে অর্থ আদায়ের চেষ্টা চলছে- এমন অভিযোগ পাওয়ার পর সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ বা অনুরূপ মাধ্যমে বার্তা পাঠিয়ে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করছে। এসব আইডিতে কোনো বিশিষ্ট ব্যক্তির ছবি থাকলেও, তা তার নিজের নম্বর বা অ্যাকাউন্ট বলে ধরে নেওয়া ঠিক নয়।
পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং যেকোনো অভিযোগ দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।