
রাইজিংসিলেট- ২০২৫-২৬ করবর্ষ থেকে আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক হয়েছে। তবে অনেক করদাতা এখনো জানেন না কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। করদাতাদের সহযোগিতার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) অনলাইনে বিনামূল্যে প্রশিক্ষণ আয়োজন করছে।
এই প্রশিক্ষণে সাধারণ করদাতাদের পাশাপাশি কর-আইনজীবীরাও অংশ নিতে পারবেন। প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীদের নিচের লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে:
https://nbr.gov.bd/form/e-return-training/eng
নিবন্ধনের জন্য প্রয়োজন হবে:
কর শনাক্তকরণ নম্বর (TIN)
নাম ও ঠিকানা
মোবাইল নম্বর ও ই-মেইল
প্রশিক্ষণে অংশ নেওয়ার সম্ভাব্য তারিখ
নিবন্ধনের পর, এনবিআর থেকে ই-মেইলের মাধ্যমে প্রশিক্ষণের নির্দিষ্ট তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
এনবিআর জানিয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে ব্যাচভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতিটি ব্যাচে প্রায় ৩০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ কর কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এরই মধ্যে ৩ লাখ ৬৫ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।
যাদের জন্য বাধ্যতামূলক নয়:
৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা
শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি
প্রবাসী বাংলাদেশি করদাতা
মৃত করদাতার আইনগত প্রতিনিধি
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
অনলাইনে রিটার্ন জমার পাশাপাশি কর পরিশোধ করা যাবে:
ইন্টারনেট ব্যাংকিং
ডেবিট/ক্রেডিট কার্ড
মোবাইল ব্যাংকিং- একই প্ল্যাটফর্ম থেকে রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ ও TIN সার্টিফিকেট ডাউনলোড ও প্রিন্ট করাও যাবে।
এই উদ্যোগ করদাতাদের জন্য একটি সময়োপযোগী ও সহায়ক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।