
মহানগরীর প্রধান সড়ক ও জনবহুল এলাকায় হকারদের দখলদারিত্ব দীর্ঘদিন ধরেই নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই অনিয়ম ঠেকাতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। নতুন নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দিন-রাতের যেকোনো সময় হকারি ও অস্থায়ী দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) তারিখ থেকে সিলেট মহানগরীতে কার্যকর হচ্ছে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট-এর আদেশক্রমে জানানো হয়েছে— বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টাসহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দিনে ও রাতে কোনো ধরনের হকার বা অস্থায়ী দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
সিলেট মহানগরীর প্রধান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত নির্দেশ অমান্য করে কেউ যদি নির্ধারিত এলাকায় হকারি কার্যক্রম চালান, তবে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে সিলেট নগরীতে চলাচল নির্বিঘ্ন ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নগরবাসীর সুবিধার্থে এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।