ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অনুপ্রবেশের চেষ্টাকালে মা-ছেলেকে আটক

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৮, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ads

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আটকরা হল- সিলেট জেলা সদরের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ৫৫ বিজিবির বাল্লা সীমান্ত ফাঁড়ি থেকে তাদের হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে প্রেরণ করা হয় আদালতে।

চুনারুঘাট থানার (ওসি) মো. নজরুল ইসলাম বলেন- আটককৃত মা ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় মানবপাচারকারী যাদের নাম এসেছে তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন তিন আদম বেপারীকে টাকা দিয়ে তাদের সহযোগিতায় ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লার কলাবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

তবে এ সময় আদম ব্যাপারী পালিয়ে যায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- এ ঘটনায় আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।